দুই হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে দুই হাজার ইয়াবাসহ মো. ইসমাইল নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার রাতে নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ।

গ্রেফতার হওয়া ইসমাইল কক্সবাজারের টেকনাফের আবদুল শুক্করের ছেলে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি গাড়িতে তল্লাশী চালানো হয়। এসময় ইসমাইলের কাছ থেকে ২ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।