চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সকালে জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বারৈয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম বলেন, শনিবার সকালে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের টেনে কাটা পড়ে ওই যুবক। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
