হিমাদ্রী রাহার ওপর হামলার নেপথ্যে কারা?

চট্টগ্রাম: সাংবাদিক হিমাদ্রী রাহার ওপর হামলার ঘটনা ঘটেছে গত ১৮ অক্টোবর রাতে; এই হামলার নেপথ্যে রয়েছে কারা? সে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

চ্যানেল ২৪-এর চট্টগ্রাম অফিসে কর্মরত ছিলেন হিমাদ্রী রাহা; টিভি চ্যানেলটিতে সংবাদ উপস্থাপকের দায়িত্বের পাশাপাশি বেশকিছু আলোচিত রিপোর্ট করে আলোচনায় আসেন তিনি।

পরে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অনলাইন টিভি চ্যানেল সিপ্লাস-এ দায়িত্ব নেন হিমাদ্রী। তবে সিপ্লাস থেকে সম্প্রতি সরে আসেন তিনি।

হামলার ঘটনার দিনই নগরের কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন সাংবাদিক হিমাদ্রী রাহা। ওই জিডিতে সেদিনের ঘটনার পুরো বর্ণনা দেয়া হয়েছে।

‘ঘটনার দিন রাত ১০টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে পায়ে হেঁটে গণি বেকারি মোড়ে যাচ্ছিলেন হিমাদ্রী রাহা। একপর্যায়ে রাত ১০টা ২০ মিনিটের দিকে হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে পৌছামাত্রই হিমাদ্রীর গতিরোধ করে তিন যুবক।’

‘২৫ থেকে ৩০ বছর বয়সী ওই যুবকরা মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে আসেন। এরপর কিছু বুঝে উঠার আগেই হিমাদ্রীকে কিল-ঘুষি মারতে শুরু করেন তিন যুবক। এ সময় হিমাদ্রীর শোর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে তারা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।’

এ বিষয়ে হিমাদ্রী রাহা বলেন, ‘আগে থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দেয়া হয়। এমনকি হামলার আগের দিন রাতেও হুমকি দেয়া হয়েছে। এ বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।’

কোতোয়ালী থানার এসআই মো. এমদাদ বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শণাক্ত করার চেষ্টা চলছে।’