আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : পার্বতীপুরে পৃথক দুটি ঘটনায় দুই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
এরা হলো- উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর হিন্দুপাড়া গ্রামের অজিত রায়ের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী মল্লিকা রায় (১৬) আর নতুন বাজার খোলাহাটি রোড এলাকার কৈশিক পালের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী রাজন্য পাল তিনু (১৩)।
স্থানীয় সূত্র জানায়, মোবাইল ফোনে কথা বলতে না দেওয়ায় শনিবার সকালে গলায় ফাঁস দেয় মল্লিকা রায়। আশংকাজনক অবস্থায় তাকে স্থানীয় ল্যাম্ব মিশনারী হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করার পর সেখানে সে মারা যায়।
পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পড়াশোনা বাদ দিয়ে প্রায়শ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকায় শুক্রবার রাতে মল্লিকার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয় তার বড় বোন। এতে ক্ষুব্ধ হয়েই আত্মহত্যা করে সে।
অন্যদিকে বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথে পা বাড়ানো রাজন্য পাল তিনু পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এবার তার জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।
এই দুটি ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমতিয়াজ কবির।
