লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : লোহাগাড়ার কোনও স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব।
বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে লোহাগাড়া উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানগণের বিদায়-বরণ এবং মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আবদুল মোতালেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটলে সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনও ছাড় নেই।
বরণ অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, ভাইস-চেয়ারম্যান সরওয়ার মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার। একই সময় বিদায় নেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের মৃত্যুর পর স্থলাভিষিক্ত ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেসমিন আক্তার ও ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির।
মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান।
এদিকে, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী। পৃথক তিনটি সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য আবদুল মোতালেব।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো : রাশেদুল ইসলাম, বিদায়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আক্তার ও ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান সরওয়ার মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : মোহাম্মদ হানিফ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, উপজেলা সদর লোহাগাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ও পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় প্রধান অতিথি আবদুল মোতালেব বলেন, ঐক্যের কোনও বিকল্প নেই। তাই সব ধরণের হিংসা-বিদ্বেষ বাদ দিয়ে সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং লোহাগাড়া উপজেলার সার্বিক উন্নয়নে সর্বস্তরের জনপ্রতিনিধিদেরকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে।
তিনি লোহাগাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কড়া নজরদারি রাখার আহ্বান জানান।
সভায় নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। পক্ষ-বিপক্ষ বলতে আমি কিছুই বুঝি না। আমি লোহাগাড়ার, লোহাগাড়া আমার এই নীতিতে কাজ করে যেতে চাই। আমি একজন প্রকৃত সেবক হিসেবে জনগণের মন জয় করে প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রাখতে চাই।