চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে ইরফান মান্নান তানিম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম রেলস্টেশন চত্বরে এক বিশাল ছাত্রসংবর্ধনার আয়োজন করে দক্ষিণ চট্টলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল করিম বিলাস,কেন্দ্রীয় ছাত্রলীগনেতা আশিকুর রহমান অণু,মহানগর যুবলীগনেতা মঈন ইহসান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রসুল নিশান,চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগনেতা রিদুয়ান কাদের খান,সিরাজুম মনির,আরিফ চৌধুরী,জিয়াউর রহমান,স্বরুপ সেন,আতিক রহমান,মহানগর ছাত্রলীগনেতা আখতারুজ্জামান,আনিসুল ইসলাম আজাদ,শাহেদ জিন্দানী,ফোরকান বিন ইমতিয়াজ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগনেতা রাশেদ হাসান রোহিত,রকিব,শান্ত,নিহাল, পটিয়া উপজেলা ছাত্রলীগনেতা অন্তু সরকার,তানজীর,নুরুদ্দিন নুরু,রনি দে,মোঃ ইমতিয়াজ,হুমায়ূন কবির,কায়সার,কর্ণফুলী উপজেলা ছাত্রলীগনেতা মাহমুদুর রহমান ফাহিম,নাইম ইসলাম,সুমন খান,আরিফ খান,সাদমান বাপ্পী,ইপলু মজুমদার,পটিয়া পৌরসভা ছাত্রলীগনেতা মোঃ হাবিব,শাহআলম,আদি বড়ুয়া,জয় দাশ,সজীব বড়ুয়া,চন্দনাইশ উপজেলা ছাত্রলীগনেতা সাব্বির আহমেদ,মোঃ শেফা,মারুফ চৌং,গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগনেতা মানিক চৌং,মোঃ নয়ন, খলিলমীর ডিগ্রি কলেজ ছাত্রলীগনেতা একে খান, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগনেতা আসিফ আহমেদ।
নবনির্বাচিত চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইরফান মান্নান তানিম জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের নবকমিটি সকল ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
