চট্টগ্রাম : সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় মিছিল শুরু হয়।
এতে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি ইউনিভার্সিটি, চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজসহ চবি অধিভুক্ত অন্যান্য কলেজের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও যোগ দেন।
শিক্ষার্থীদের মিছিল প্রবর্তক মোড়, চকবাজার, জামালখান, কাজীর দেউরি, লালখান বাজার, টাইগারপাস, জিইসিসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়।
এরপর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ২ নম্বর গেটে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী মো. আরেফিন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুযায়ী তারা আন্দোলন চালিয়ে যাবেন।