লোহাগাড়ায় অপরাধ কমাচ্ছে সিসিটিভি ক্যামেরা


মোহাম্মদ আলাউদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্য কেন্দ্র লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনকে সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরার আওতায় আনা হয়েছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে ও নানা অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এই এলাকায় স্থাপন করা হয়েছে ৩২টি সিসিটিভি ক্যামেরা। এসব ক্যামেরার ফুটেজ সরাসরি মনিটরিং করছেন লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম।

জানা যায়, গেল বছরের ২০ ডিসেম্বর উপজেলা পরিষদের বরাদ্দে ১০ লক্ষ টাকা ব্যয়ে বটতলী স্টেশনে ৩২টি শক্তিশালী সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। বটতলী মোটর স্টেশনের গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরা বসানোয় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কমছে অপরাধ, শনাক্ত হচ্ছেন অপরাধীরা।

লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক সালাহ উদ্দিন হিরু একুশে পত্রিকাকে বলেন, ‘আগে বটতলী শহরের বিভিন্ন মোড়ে কিশোর গ্যাংদের আধিপত্য দেখা যেত। প্রায়ই তারা কারণে-অকারণে সংঘাতে জড়িয়ে পড়তেন। সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে কিশোর গ্যাং আর দেখা যায় না।’

বটতলী স্টেশনের ফজল মার্কেটের স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন তুষার একুশে পত্রিকাকে বলেন, ‘কয়েক মাস আগে আমাদের মার্কেট নিয়ে একটি ঝামেলা হয়েছিল। পরে পুলিশ সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নিয়েছিল। বটতলী স্টেশনকে সিসিটিভি ক্যামেরার বেষ্টনিতে আনায় অপরাধীরা অপকর্ম করতে ভয় পাচ্ছেন।’

ব্যবসায়ী এইচ এম শারপু সিকদার একুশে পত্রিকাকে বলেন, ‘সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে আমরা ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছি। এখন কোন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হলেও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম একুশে পত্রিকাকে বলেন, ‘ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা স্টেশনে চুরি, মারামারি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার রহস্য উদঘাটন করেছি। গত কয়েক মাসে আমরা বেশ কয়েকজন অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় এনেছি। উদ্ধার করে দিয়েছি ছিনতাই হওয়া টাকা, চুরি হওয়া মোটরসাইকেল ও গাড়ি।’

তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সুরক্ষিত হয়েছে নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা। বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান ও ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ব্যবহারের আহ্বান জানাচ্ছি।