জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে যুবলীগের বিক্ষোভ


একুশে ডেস্ক : চট্টগ্রামের আলোচিত এইট মার্ডারের ২৪তম বার্ষিকীতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। এ সময় তারা এইট মার্ডারের মামলা পুনঃতদন্ত করে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও জড়িত সন্ত্রাসীদের যথাযথ বিচারের দাবি জানান।

শুক্রবার (১২ জুলাই) বিকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় এই মিছিল বের করে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড যুবলীগ। মিছিলটি টেক্সটাইল মোড় থেকে শুরু হয়ে বায়েজিদ মাজার গেইটে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

২ নং জালালাবাদ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু কালাম আবুর সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান সার্জিল বাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাকিল, প্রচার সম্পাদক মো. মাহবুব, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাবেদ, সদস্য শেখ সুমন, মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান, ২ নং ওয়ার্ড যুবলীগ নেতা আলাউদ্দিন, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান খোকন, যুবসংগঠক সোহেল রানা, খন্দকার নিশাত, ওসমান গণি মনা, নুরুল আলম নুরু, নাজিম উদ্দীন, নুরে আলম মুন্না, সাদ্দাম হোসেন, শেখ আলাল, শামীম শেখ, কামবার হোসেন রকি, শেখ ফজলে রাব্বি, আমিরুল মোস্তফা রাব্বি, আবুল হোসেন, মো. ইব্রাহিম, সালাউদ্দিন, রবিউল, সানি, পারভেজ, সোহেল, জাহেদ, মেহেদী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন— জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদেশে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠা করেছিলেন।যুদ্ধাপরাধীদেরকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দিয়ে এ দেশে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন।যার ধারাবাহিকতায় মৌলবাদীগোষ্ঠী জামায়াত শিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে হত্যার রাজনীতির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের একের পর এক নেতাকর্মীকর্মীকে হত্যা করেছে।

এসময় বক্তারা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে আট ছাত্রলীগ নেতাকর্মী হত্যা মামলা পুনরুজ্জীবিত করে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী দোষীদের বিচার এবং ধর্মান্ধ মৌলবাদী অপশক্তি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। এবং সমাবেশ শেষে নেতৃবৃন্দ বায়েজিদ বোস্তামীতে শহীদের কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বাদ জুমা হযরত বায়েজিদ বোস্তামী (রা.) মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।