ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা


ঢাকা : সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিমে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবি কামাল আব্দুল নাসের চৌধুরী। অন্যদিকে শিক্ষকদের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ১২ জন।

শনিবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এই বৈঠক শুরু হয়েছে। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা।

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে গত ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন শুরু হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েটসহ দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

গত ১৩ মার্চ শিক্ষকদের প্রত্যয় স্কিমে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থমন্ত্রণালয়।