চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী


ঢাকা : সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকাল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এতথ্য জানানো হয়।

চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল (প্রধানমন্ত্রী) লি শিয়াংয়ের আমন্ত্রণে গত ৮ জুলাই বেইজিং যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ জুলাই তিনি দেশে ফেরেন। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতাভার গ্রহণ করার পর গত মাসে ভারত সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। তার দুই সপ্তাহের মধ্যে তিনি চীন সফরে যান।

প্রধানমন্ত্রীর চীন সফরে ২১টি সমঝোতা স্বাক্ষর ও সাতটি ঘোষণা এসেছে। এই সময় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চার ধরনের ঋণ দেয়ার আশ্বাস দিয়েছে চীন।