শপিং ব্যাগ সুপার মার্কেটের উদ্যোগে বিশেষ ভেন্ডর মিটিং


একুশে ডেস্ক : আরএমজেডএস এর অঙ্গ প্রতিষ্ঠান শপিং ব্যাগ সুপার মার্কেটের উদ্যোগে এক বিশেষ ভেন্ডর মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই মিটিংয়ে ঢাকা এবং চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে প্রায় সকল ভেন্ডর এবং চট্টগ্রাম ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শপিং ব্যাগ সুপার মার্কেটের চেয়ারম্যান মোহাম্মদ রফিক, ব্যবস্থাপনা পরিচালক মিল্টন দে, পরিচালক মোহাম্মদ জাফর উল্ল্যাহ এবং জেনারেল ম্যানেজার মনজুরুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সদস্য সচিব এম জি রহমান দিপু, সদস্য ইফতেখার আলম তুহিন, সদস্য কামরুল হাসান, সদস্য এম আর সোহেলসহ সকল নেতৃবৃন্দ।

এই সভায় সাপ্লায়ারদের সাথে শপিং ব্যাগ সুপার মার্কেটের মালিকবৃন্দের একটি মতবিনিময় হয়েছে যার মাধ্যমে তারা ব্যবসা সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, এ নিয়ে আলোচনা করেছেন।