চট্টগ্রামে তরুণীর আত্মহত্যা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় বাবা-মায়ের সাথে অভিমান করে নুরুন্নাহার আক্তার মুন্নি (১৬) নামে এক তরুণী আত্মহত্যা করেছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে পাথরঘাটা এলাকায় গাজি কলোনীতে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী মুন্নি গাজি কলোনীর বাসিন্দা আবদুল মোনাফের মেয়ে।

স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া জানান, গত শুক্রবার মুন্নিকে পারিবারিক একটা বিষয় নিয়ে বাবা মা বকা দেয়। এতে অভিমান করে বসে মুন্নি। রোববার সকালে মুন্নির বাবা-মা অফিসে চলে গেলে ঘরের একটি রুম থেকে ছোট বোনকে বের করে দেয় মুন্নি। পরে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।