আন্তর্জাতিক ফুটবলে যে রেকর্ডে সবার উপরে মেসি

খেলাধুলা ডেস্ক : উত্তেজনা, নাটকীয়তা আর অসাধারণ এক গোলের মধ্য দিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল আর্জেন্টিনা। ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের অসাধারণ এক গোল আলবিসেলেস্তেদের এনে দেয় শিরোপার স্বাদ। এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা তাদের ইতিহাসে ১৬তম বারের মতো কোপা আমেরিকার শিরোপা জয় করল।

আর শতবর্ষী এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক শিরোপা জয়ের রেকর্ডও গড়ল আলবিসেলেস্তেরা। একই সঙ্গে রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

ট্রফির রাজত্বের রাজা আগে থেকেই ছিলেন মেসি। এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জিতে রাজত্বটা বাড়িয়ে নিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপ জিতে ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজকে ৪৩ পেছনে ফেলে ক্যারিয়ারে সর্বোচ্চ ৪৪ ট্রফি জয়ের রেকর্ড গড়েছিলেন আটবারের ব্যালন ডি অর জয়ী।

এবার সেই রাজত্বটাই বাড়িয়ে নিলেন তিনি। আজ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়ে ৪৫ তম শিরোপার মালিক হয়েছেন ইন্টার মিয়ামির প্লেমেকার।

গতকাল কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আরেকটি রেকর্ড গড়েন লা পুলগা (মেসি)। কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়েছেন তিনি। একুশ শতকে কোপা আমেরিকার ফাইনালের একাদশে সুযোগ পাওয়া বয়স্ক খেলোয়াড় তিনি। ৩৭ বছর ২০ দিন বয়সে রেকর্ডটি গড়েন।