খেলাধুলা ডেস্ক : সদ্যই শেষ হয়েছে মহাদেশীয় ফুটবলের দুটি বড় আসর কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এই দুই টুর্নামেন্ট শেষ হতে না হতেই শুরু হয়েছে ২০২৪ সালের ব্যালন ডি’অরের হিসেবনিকেশ। ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম-এর নির্বাচিত তালিকায় এবারও ঠাই পেয়েছন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে জায়গা হয়নি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর।
এবারের ব্যালন ডি’অরে বেশ ভূমিকা রেখেছে ইউরোর পারফরম্যান্স। তাতে হ্যারি কেইন-জুড বেলিংহ্যামের স্বপ্ন ভেঙে নায়ক বনে গেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। সেই সঙ্গে ৩ গোল আর ২ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জিতেছেন স্বদেশি দানি ওলমো। আর তাতেই দুজনেই আছেন এবার ব্যালন ডি’অর জয়ের শীর্ষে। তাদের সঙ্গে তালিকায় আছেন বার্সেলোনার উদীয়মান স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালও।
তালিকায় আরও আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও আর্জেন্টিনার ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। ইন্টার মিয়ামির মহাতারকা লিওনেল মেসির নাম থাকলেও তিনি আছেন সেরা দশের বাইরে। ১৬ নম্বরে আর্জেন্টাইন মহাতারকার অবস্থান। বিপরীত অবস্থানে থাকা আল-নাসর তারকা রোনালদোর জায়গাই হয়নি তালিকায়।
এই তালিকায় সবার শীর্ষে রদ্রি, দ্বিতীয়তে আছেন ভিনিসিয়ুস। তারপর একে একে আছেন যথাক্রমে জুড বেলিংহ্যাম, দানি কারবাহাল, লাউতারো মার্টিনেজ, টনি ক্রুস, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ফিল ফোডেন, নিকো উইলিয়ামস, ফ্লোরিয়ান বির্টজ, লামিন ইয়ামাল, আর্লিং হালান্ড, এমিলিয়ানো মার্টিনেজ, আলভারো মোরাতা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, দানি ওলমো, বুকাওয়ে সাকা এবং রদ্রিগো।
এবার ব্যালন ডি’অরের জন্য ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত পারফর্ম্যান্স ধরা হবে। বর্ষসেরার এই পুরস্কারটি সবশেষ পেয়েছিলেন মেসি। সব মিলিয়ে রেকর্ড ৮ বার এই পুরস্কার জিতেছেন তিনি। ৫ বার জিতেছেন রোনালদো। লুকা মদ্রিচ ও করিম বেনজেমা জিতেছেন একবার করে।