খেলাধুলা ডেস্ক : কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে দ্বিতীয়ার্ধে ডান পায়ের গোড়ালির চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। ক্যামেরায় ফোলা পা ও মেসির কান্নাভেজা চোখ দেখেই আঁচ করা হচ্ছিল বড় কোন ইনজুরিতে পড়তে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত সত্যি হলো এই শঙ্কাই। মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে মেসিকে।
কোপার ফাইনালের পর মেসির পা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার পর মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসি ডান পায়ের লিগামেন্টে বড় চোট পেয়েছেন, ‘মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে মেসির ডান পায়ের লিগামেন্টে বড় চোট লেগেছে। কবে তাকে মাঠে পাওয়া যাবে সেই ব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তার সুস্থ হয়ে ওঠার উপরেই নির্ভর করছে সবকিছু।’
মায়ামি কোচ টাটা মার্টিনো মেসির দ্রুত প্রত্যাবর্তনের আশা ছাড়ছেন না, ‘তার পায়ের গোড়ালি মচকে গেছে। আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। আশা করছি সবকিছু দ্রুতই ঠিক হয়ে যাবে। তাকে আমরা দ্রুতই মাঠে ফিরে পাব।’
মেসি অবশ্য গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছিলেন, তিনি এখন ভালো আছেন। শেষ পর্যন্ত কবে মাঠে ফিরতে পারবেন মেসি, সেটা সময়ই বলে দেবে।