প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধন


খেলাধুলা ডেস্ক : শিল্প-সংস্কৃতি আর ঐতিহ্যের বড় এক বিজ্ঞাপন প্যারিস।‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের এবারের আসর বসেছে সেখানেই। শিল্প ও সাহিত্যের শহর প্যারিসে গতকাল রাতে জমকালো উদ্বোধন হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের। মশাল প্রজ্বালনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো প্যারিস অলিম্পিকের। বিখ্যাত আইফেল টাওয়ার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। আর তার পাশেই বয়েচলা সেইন নদীতে রাতের আলোয় জমে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান।

সিন নদীতে বর্ণিল নৌকা ও বার্জে চড়ে ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হলেন প্যারিস অলিম্পিকে আগত অ্যাথলিট ও কর্মকর্তারা। নজরকাড়া নৌ প্যারেডের মধ্য দিয়েই গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হয় প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এ প্রথম স্টেডিয়ামের বাইরে হলো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। ইতিহাস গড়া উদ্বোধনীতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল ৩৩তম প্যারিস অলিম্পিক গেমসের।

৮৫টি নৌকা ও বার্জে করে ৬৮০০ অ্যাথলেটের ২০৫টি দল মার্চপাস্টের আগে অস্টারলিৎয সেতু থেকে লাল, সাদা ও নীল – এই তিন রংয়ের আতশবাজি ছিলো চোখ ধাঁধানো।

অনুষ্ঠান জুড়ে সারপ্রাইজ পারফরমেন্স ছিলো আমেরিকান শিল্পী লেডি গাগার। আর সাথে ছিলো কানাডিয়ান আইকন সেলিন ডিওনের আবেগময় প্রত্যাবর্তন।

যদিও সকাল থেকে প্যারিসের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আর আগে পরে মিলিয়ে অনুষ্ঠানস্থলে বৃষ্টিতে ভিজেছে সবাই। এরমধ্যে বর্ষাতি পরা ফিফা সভাপতিকেও দেখা গেছে। দুশ্চিন্তাও দেখা দিয়েছিল ঠিকঠাক আয়োজন নিয়েও। পরা ফিফা সভাপতিকেও দেখা গেছে। দুশ্চিন্তাও দেখা দিয়েছিল ঠিকঠাক আয়োজন নিয়েও। অলিম্পিক গেমস শুরুর ঘণ্টা কয়েক আগে আগে দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় প্যারিসের দ্রুতগতির রেল নেটওয়ার্ক। কিছু ট্রেন যাত্রা বাতিলও করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ঝামেলা পোহাতে হলেও দর্শকদের আসা বন্ধ করা যায়নি।

এবারের আসরের ফুটবল, রাগবি, আর্চারিসহ বেশকিছু খেলা আগেই শুরু হয়ে গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজ, স্পেনের রাজা কিং ফিলিপ, কাতারের আমির তামিম বিন হামাদ আল সানি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখসহ বিশ্বের বহু রাষ্ট্রনায়ক, রাজনীতিক, ক্রীড়া প্রশাসকদের অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা প্যারিস অলিম্পিকের। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত এ ক্রীড়াযজ্ঞে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০৬টি দেশের ১০ হাজার ৫০০ অ্যাথলিট। তার মধ্যে ৬ হাজার ৮০০ অ্যাথলিট গতকাল উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই দেখা মিলল ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের। মূল অলিম্পিক স্টেডিয়াম স্তাদ দে ফ্রান্স থেকে তিনি অলিম্পিক মশাল নিয়ে দৌড়ে পৌঁছে দেন অন্যদের হাতে। চলতে থাকে মশাল দৌড়।

স্টেডিয়ামের পরিবর্তে নদীপথে প্রথমবারের মতো শুরু হলো ‘দ্যা গ্রেটেস্ট অন আর্থ’। প্রায় চার ঘণ্টার অনুষ্ঠানে মশাল প্রজ্বলন করেন ফরাসি জুডো গ্রেট টেডি রাইনার এবং স্প্রিন্টার ম্যারি-হোসে পেরেক এবং তারপর প্যারিসের আকাশে সেটি ওড়ানো হয় গরম বাতাসের বেলুনে।

একই সময় শুরু হয় অ্যাথলিটদের নৌ প্যারেড। অলিম্পিকের জন্মভূমি গ্রিসের কন্টিনজেন্ট দিয়ে শুরু, এরপর শরণার্থী দল। তারপর বর্ণানুক্রমিকভাবে একে একে অংশগ্রহণকারী দেশগুলোর কন্টিনজেন্ট আসতে থাকে বার্জে করে। তারই মাঝে মাঝে ছিল আমেরিকান পপস্টার লেডি গাগা, ফরাসি-মালিয়ান পপস্টার আয়া নাকামুরাসহ বিশ্বের খ্যাতিমান সব তারকার পারফরম্যান্স। ছিল ব্রেক ড্যান্স, অপেরা সংগীত। এসব পারফরম্যান্সে উঠে আসে ফ্রান্স ও অলিম্পিক গেমসের ইতিহাস-ঐতিহ্য। অলিম্পিক গেমসকে এগিয়ে নিতে অবদান রাখা ব্যক্তিদেরও স্মরণ করা হয়।

ফরাসিরা গত কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমে অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তুতি সেরেছে। যদিও উদ্বোধনী অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে এক অপ্রীতিকর ঘটনা প্যারিসের স্বপ্নের আকাশে জড়ো করে কালো মেঘের ঘনঘটা। প্যারিসে দ্রুতগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগসহ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়।

এ হামলায় প্রায় আট লাখ যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। হামলার পর বেশ কয়েকটি রুটে রেল চলাচল বন্ধ রাখা হয়। ক্ষতিগ্রস্ত রেল ব্যবস্থা পুনরুদ্ধার করতে অন্তত পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ বলছে, টিজিভি নেটওয়ার্ক অচল করে দিতেই বড় ধরনের এ হামলা চালানো হয়েছে। হামলার ফলে অনেকগুলো লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওইসব লাইনের ট্রেনগুলোকে অন্য পথ দিয়ে পরিচালনা করা হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেয়া গেছে বলে সেখানকার লাইনগুলো অক্ষত আছে।

এ ধরনের ঘটনার পর সংগত কারণেই অলিম্পিক ঘিরে উৎকণ্ঠা বাড়ছিল। তখনই আয়োজক দেশ ফ্রান্সের পাশে দাঁড়িয়েছেন আইওসি প্রধান টমাস বাখ। ফ্রান্সের জনপ্রিয় ও ব্যস্ততম এ রেল নেটওয়ার্কে হামলা হলেও বাখ দেশটির কর্তৃপক্ষের ওপর অলিম্পিক আয়োজন নিয়ে পূর্ণ আস্থাই রাখছেন।

গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিবিসিকে টমাস বাখ বলেন, ‘কোনো উদ্বেগ নেই, ফরাসি কর্তৃপক্ষের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফরাসি কর্তৃপক্ষকে সহযোগিতা করছে বিশ্বের আরো ১৮০টি গোয়েন্দা বাহিনী। তাদের ওপর পূর্ণ আস্থা রাখার যথেষ্ট কারণ আছে।’

১৮৯৬ সালে আধুনিক অলিম্পিকের যাত্রা। প্রথম আসরের আয়োজক ছিল গ্রিক রাজধানী এথেন্স। ১৯০০ সালে পরের আসর বসে প্যারিসে। ১০০ বছর পর আবারো অলিম্পিকের আয়োজক প্যারিস। তৃতীয় আয়োজনে নানা দিক থেকেই ইতিহাস গড়েছে প্যারিস। পুরুষ ও নারী অ্যাথলিটের সংখ্যায় সমতা আনার কঠিন কাজটিও করেছে তারা। এবারের অলিম্পিকে ৫ হাজার ২৫০ জন পুরুষ ও সমানসংখ্যক নারী অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্যারিস অলিম্পিকে ৩২টি ক্রীড়ার মোট ৩২৯টি ইভেন্টে ১০ হাজারেরও বেশি অ্যাথলিট লড়ছেন। বাংলাদেশ থেকে পাঁচজন অ্যাথলিট প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন। তারা হলেন আর্চারিতে সাগর ইসলাম, স্প্রিন্টে ইমরানুর রহমান, শুটিংয়ে রবিউল ইসলাম, সাঁতারে সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি। গতকাল সিন নদীতে ব্যতিক্রমী মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন আর্চার সাগর ইসলাম।