চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত এক যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রোববার চট্টগ্রাম মেডিকেলে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।
মারা যাওয়াা কাঁকন মল্লিক (২৫) চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা বালুর টাল এলাকায় বাসিন্দা। তিনি ডেকোরেটর প্রতিষ্ঠানের হয়ে বয়ের কাজ করতেন বলে জানা গেছে।
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বলেন, তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির পর গত রোববার মোহরা বালুর টাল এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন কাঁকন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে হাসপাতালে কাঁকন মারা যান। তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
