রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা


চট্টগ্রাম : রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. দিদারুল আলম দিদারকে সভাপতি, মো. হেলাল তালুকদারকে সহ-সভাপতি ও মো. দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ মাসের ভেতর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে প্রেরণ করার শর্তে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
আংশিক কমিটির অনুমোদন দেওয়া গেলো।

কমিটি অনুমোদনের বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিয়াজ।

তিনি একুশে পত্রিকাকে বলেন, ‘আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দিক-নির্দেশনায় আমরা রাঙ্গুনিয়া উপজেলার আংশিক কমিটি ঘোষণা করেছি। সাংগঠনিক গতি বৃদ্ধি করতে যোগ্য, দক্ষ ও পরিচ্ছন্ন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, নতুন কমিটি চলমান পরিস্থিতিতে ভূমিকা রাখার পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।’

সভাপতির দায়িত্ব পাওয়া মো. দিদারুল আলম দিদার একুশে পত্রিকাকে বলেন, ‘এই মুহূৃর্তে দেশে যে ক্রান্তিকাল চলছে, জামায়াত-বিএনপি যে তাণ্ডব চালাচ্ছে; তা প্রতিহত করতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত আমরা সক্রিয় থাকব। আমাকে দায়িত্ব দেওয়ায় মাননীয় পররাষ্টমন্ত্রী মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। যোগ্য, ত্যাগীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মন্ত্রী মহোদয়ের হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাব।’

নতুন সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন একুশে পত্রিকাকে বলেন, ‘আমি সর্বপ্রথম আমার অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান হাছান মাহমুদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাঙ্গুনিয়ার তৃণমূল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে জননেতা মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয়ের হাতকে শক্তিশালী করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। এই মুহূর্তে আমাদের নতুন কমিটির চ্যালেঞ্জ হচ্ছে, সাম্প্রদায়িক শক্তিকে রাজপথে প্রতিহত করা।

গত ১৮ জুলাই রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন
বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।