চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ


চট্টগ্রাম : চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও পরিকল্পিত মামলা দায়েরের অভিযোগ করেছেন দলটির দলটির নগর কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

তারা বলছেন, গত ১৪ দিনে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২০টি মামলায় ৩৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনী নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে এবং ব্লক রেইড দিচ্ছে। সরকারদলীয় লোকজন পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে বিএনপির নামে মামলা দিচ্ছে বলেও অভিযোগ তাদের।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো এক বিবৃতিতে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই নেতা এসব অভিযোগ করেছেন। নগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী এ বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামে গত ১৪ দিনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২০টি মামলা দায়ের করা হয়েছে। ৩৯০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এরশাদ উল্লাহ ও নাজিমুর রহমান বলেন, ‘চট্টগ্রাম নগরীতে পুলিশ বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করছে। প্রতিরাতে নেতাকর্মীদের বাসায়-বাসায় পুলিশ গিয়ে হয়রানি করছে। এলাকা ভাগ করে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনী ব্লক রেইড দিচ্ছে। নির্বিচারে নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় আসামি করছে।’

গত ২৪ ঘন্টায় দলটির বিভিন্ন পর্যায়ের দশ নেতাকে গ্রেফতারের তথ্য দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার পুলিশকে দিয়ে বিএনপির হাজার-হাজার নেতাকর্মীকে আসামি করে উদ্ভট মামলা করেছে। পুলিশের দায়ের করা এসব মামলা পরিকল্পিত ও মিথ্যা। সরকার দলীয় লোকজন পরিকল্পিতভাবে একেকটি ঘটনা ঘটিয়ে বিএনপির নামে মামলা দিচ্ছে।’

অবিলম্বে গণগ্রেপ্তার ও নাশকতার উদ্ভট অভিযোগে পরিকল্পিত মামলা দায়ের বন্ধ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেছেন নগর কমিটির এ দুই নেতা।