বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালীতে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রেজাউল আজিম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) রাতে উপজেলা সদরের মিয়ারবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ তাকে আটক করে।
রেজাউল আজিম বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত দানু মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, আজিম নিজেকে ‘দৈনিক আশ্রয় প্রতিদিন’ নামে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফেসবুকে উসকানিমূলক পোস্ট করে আসছিলেন। তার বিরুদ্ধে ২০১৮ সালে বাঁশখালীতে হিন্দু মন্দিরে হামলা, তাণ্ডব ও নাশকতা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তিনি বছরখানেক জেলও খাটেন।
সম্প্রতি আজিম ‘বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে এ পর্যন্ত ১ হাজার ৭ শত মানুষ শহীদ হয়েছে’ বলে একটি উসকানিমূলক পোস্ট দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে পুলিশ তাকে আটক করে।
বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ বলেন, আজিমের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী কর্মকাণ্ড উসকে দিচ্ছিল। অপকর্ম আড়াল করতে আবার সাংবাদিক হিসেবেও পরিচয় দিয়ে আসছিলেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।