একুশে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আজাদ তালুকদারের মৃত্যুবার্ষিকী শুক্রবার


একুশে প্রতিবেদক : একুশে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আজাদ তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২ আগস্ট)। ২০২৩ সালের এই দিনে তিনি রাজধানীর পান্থপথের এক বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তাঁকে রাঙ্গুনিয়ার পদুয়ায় নিজ গ্রামে বাবার কবরের পাশে দাফন করা হয়।

১৯৯৫ সালে বন্দরনগরীতে সাংবাদিকতা শুরু করেন আজাদ তালুকদার। তিনি একাত্তর টিভি, বৈশাখী টিভি, একুশে টিভি, দৈনিক সকালের খবর, দৈনিক পূর্বকোণ ও আন্তর্জাতিক ফিচার সংস্থা-সান ফিচার সার্ভিসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া কপ-১৭ (ডারবান), কপ-১৮ (দোহা), কপ-১৯ (ওয়ারশো) কাভার করার পাশাপাশি পেশাগত প্রয়োজনে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

করোনার সংক্রমণ শুরুর পর ২০২০ সালে মাত্র ১৪ দিনে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা আজাদ তালুকদার। করোনাকালে সবাই যখন চিকিৎসা পাওয়া নিয়ে চিন্তার অস্থির, তখনই তাঁরা করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের ব্যবস্থা করেছেন। বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের একজন সাবেক কর্মী ও সাংবাদিক হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নিয়েছিলেন তিনিও।

২০০৪ সাল থেকে একুশে পত্রিকা সম্পাদনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সাফল্য নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন আজাদ তালুকদার। দুর্ভাগ্যজনকভাবে লিভার ক্যান্সারে আক্রান্ত হন তিনি। ব্যয়বহুল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কেমো নেয়ার মাধ্যমে দেশে-বিদেশে চিকিৎসা নেন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার। একপর্যায়ে ২০২৩ সালের ২ আগস্ট ভোররাত ৩ টা ৪৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে একুশে পত্রিকা পরিবার ও তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকালে উত্তর পদুয়া গ্রামের কবরস্থানে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং প্রয়াতের বাড়িতে কুরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।

পরদিন শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের জামালখান সড়কে একুশে পত্রিকা অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া, একুশে পত্রিকার প্রিন্ট ভার্সনে আজাদ তালুকদার স্মরণে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে। আজাদ তালুকদার সম্পর্কিত যেকোনো স্মৃতিচারণমূলক লেখা থাকলে, অনুগ্রহ করে আগামী শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে sharifulrukon@gmail.com এই ইমেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হচ্ছে।