মোর্শেদ নয়ন : শপথ গ্রহণ করেছেন নবসৃষ্ট চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি।
বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৪ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান কর্ণফুলী উপজেলা পরিষদের নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতি: বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক দীপক চক্রবতী, চট্টগ্রাম অতি: জেলা প্রশাসক মো: মাসুকুর রহমান সিকদার, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী ।
গত ২৪ সেপ্টেম্বর কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা বেগম নিশি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১১ সেপ্টেম্বর তাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর প্রথমবারের মত উপজেলা পরিষদের নেতৃত্ব বেছে নিয়েছেন কর্ণফুলী উপজেলার বাসিন্দারা।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ জামাল আহমদ, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, সাবেক সভাপতি মো. আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আবদুল মালেক, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মো. আলী, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চরপাথরঘাটা ইউপি চেয়ারম্যান ছাবের আহমদ, জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ফ.ম টিপু সুলতান, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী, কর্ণফুলী উপজেলা যুবলীগ সভাপতি সোলায়মান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম হক, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহেদুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার; পটিয়া উপজেলাধীন চরলক্ষ্যা, চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা ও বড় উঠান ইউনিয়ন সমন্বয়ে এই উপজেলা গঠন করা হয়।
নতুন এ উপজেলার জনসংখ্যা প্রায় তিন লাখ। চলতি বছরের ২৯ এপ্রিল স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কর্ণফুলী উপজেলা পরিষদের আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করেন।
