চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন বিমানবন্দর সড়কে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে আবু বক্কর জনি নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর জনি (২৫) পতেঙ্গা নারকেলতলা এলাকার এস আলম বিআলম গলির মোহাম্মদ রফিকের একমাত্র ছেলে। স্নাতক শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি একটি ফোন-ফ্যাক্সের দোকান পরিচালনা করতেন তিনি। তার তিনটি বোন আছে।
পতেঙ্গা থানার ওসি আবুল কাসেম ভুঁইয়া বলেন, গাড়িতে জ্বালানি ভরার জন্য আবু বক্করসহ চারজন বের হয়েছিলেন। পতেঙ্গা মাজার গেট-মাদ্রাসা গেট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পেছনের সিটে থাকা আবু বক্কর গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে জিইসি মোড় এলাকায় মারা যান।
ওসি বলেন, দুর্ঘটনায় গাড়িতে থাকা অন্য চারজন সামান্য আহত হন। নিহত আবু বক্করের লাশের ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
