মানিকছড়িতে ইউপিডিএফ মূল দলের বিক্ষোভ


খাগড়াছড়ি প্রতিনিধি : মানিকছড়ি উপজেলায় ইউপিডিএফ (মূল) দলের সমন্বয়ক ক‍্যাল্ল‍্যাচিং-এর সভাপতিত্বে সরকারের পদত্যাগের দাবিতে আজ রোববার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

তাদের দাবিসমূহের মধ্যে আরও রয়েছে পূর্ণ স্বায়ত্তশাসন ও পার্বত্য চট্টগ্রামের স্থায়ী সমাধান।

বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি উপজেলার ধর্মঘর এলাকা থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসন এলাকা প্রদক্ষিণ করে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি কলেজ গেইট সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সমবেত হয়।

অনুষ্ঠানের সভাপতি ক‍্যাল্ল‍্যাচিং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।