পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া কলেজ গেট এলাকায় কওমি মাদরাসা শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে রোববার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয়।
এর আগে শুক্রবার রাতে শনিবার বিক্ষোভ এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।