চট্টগ্রাম : আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ জানিয়েছেন যে, তিনি জরুরি কাজে ঢাকায় আছেন। রোববার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশে এ তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, “প্রিয় এলাকাবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমি জরুরি কাজে ঢাকায় আছি, ভালো আছি। নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো।”
তিনি আরও আহ্বান জানান, গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার জন্য।
প্রসঙ্গত, ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে সাইফুজ্জামানের আসন ছিল চট্টগ্রাম-১২, যেখানে তার বাবা বিজয়ী হয়েছিলেন। ২০১২ সালের নভেম্বরে তার বাবা মারা গেলে উপনির্বাচনে নৌকা প্রতীকে জয় পান সাইফুজ্জামান। পরবর্তীতে আসন পুনর্বিন্যাসে সেটি হয় চট্টগ্রাম-১৩।
২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের পর তিনি মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। একাদশ সংসদ নির্বাচনের পর, ২০১৯ সালের শুরুতে তিনি নতুন সরকারে ভূমিমন্ত্রী হন।
গত ৭ জানুয়ারির নির্বাচনের সময়, যুক্তরাজ্যে সম্পদ ও ব্যবসা থাকার কারণে তিনি আলোচিত-সমালোচিত হন। বিএনপির বর্জনের এই নির্বাচনে তিনি বড় জয় পেলেও, নতুন সরকারের মন্ত্রিসভায় তার স্থান হয়নি।