শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

পটিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে সরকার–সমর্থকদের সংঘর্ষ, গুলি

প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০২৪ | ৩:২৪ অপরাহ্ন


চট্টগ্রাম : পটিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে সরকার–সমর্থকদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে প্রায় ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৬ জন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সরেজমিন দেখা গেছে, পটিয়া উপজেলা কার্যালয়ের সামনে রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীদের ওপর হামলা করে যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় গুলি ছোড়া হয়। পরে বিক্ষোভকারীদের সমর্থনে আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা বেরিয়ে আসেন। এরপর ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পিছু হটেন।

সংঘর্ষ শুরু হলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একের পর এক আহতরা আসতে থাকেন। সংঘর্ষের সময় কোনো পুলিশ চোখে পড়েনি। দুপুর দুইটার দিকে বিক্ষোভকারী ও জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা সড়কের দখল নেন।

পটিয়া বেসরকারি জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ২৫ জন আহত রোগী আনা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ছররা গুলিবিদ্ধ। মাথায় আঘাতপ্রাপ্ত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।