বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বিদেশে চলে যাওয়ার খবর গুজব : সাবেক ভূমিমন্ত্রী জাবেদ

প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০২৪ | ১২:২১ পূর্বাহ্ন


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি দেশ ছেড়ে যাওয়ার ‘খবর’ গুজব বলে একুশে পত্রিকাকে জানিয়েছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি দেশেই আছেন এবং জরুরি কাজে ঢাকায় অবস্থান করছেন বলে জানান।

রবিবার (৪ আগস্ট) সাবেক ভূমিমন্ত্রী নিজেই একটি পোস্ট দিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ফেসবুকে লিখেছেন, প্রিয় এলাকাবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমি জরুরি কাজে ঢাকায় আছি, ভালো আছি। নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। এসময় তিনি গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আস্থা রাখার আহ্বান জানান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একুশে পত্রিকাকে বলেন, দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি গুজব। আমি দেশেই আছি এবং জরুরি কাজে বঙ্গভবনে আছি। একটি কুচক্রী মহল ফেইক আইডি থেকে এসব গুজব ছড়াচ্ছে।