বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

চট্টগ্রাম কারাগারে হামলা, থানায় আগুন, পুলিশের গুলি

প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০২৪ | ৭:২৫ অপরাহ্ন


চট্টগ্রাম : নগরের লালদীঘি এলাকায় অবস্থিত চট্টগ্রাম কারাগারে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালিয়েছে।

জানা গেছে, বিকেল পৌনে ৬টা পর্যন্ত উত্তেজনা অব্যাহত ছিল।

জেল সুপার মো. মঞ্জুর হোসেন জানান, কারাগারের বাইরে প্রচুর লোক জড়ো হয়েছে, তবে ভেতরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবরের প্রেক্ষিতে হাজার হাজার মানুষ চট্টগ্রামের রাস্তায় নেমে আসে।

বিক্ষোভকারীরা কোতোয়ালী, পতেঙ্গা, চান্দগাঁওসহ বিভিন্ন থানায় হামলা চালায় এবং দামপাড়া পুলিশ লাইন্সে হামলার চেষ্টা করে।

পতেঙ্গা থানায় হামলা ও অগ্নিসংযোগের খবর নিশ্চিত করে এডিসি (বন্দর) কাজী হুমায়ুন রশীদ জানান, বিক্ষোভকারীরা থানা ঘেরাও করে রেখেছে।

বিকেল সাড়ে ৫টার দিকে দামপাড়া পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। পুলিশ গুলি চালিয়ে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা গেছে, তারা কোনো মতে প্রাণ নিয়ে থানা থেকে পালিয়ে গেছেন। কেউ কেউ ড্রেস খুলে জনসাধারণের সঙ্গে মিশে থানা ছাড়েন।