বেনাপোল সীমান্তে ৬৫ লাখ টাকাসহ ভারত থেকে আসা এক ব্যক্তি আটক

আরিফুজ্জামান আরিফ, যশোর, বেনাপোল : বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে মোস্তাক আলী (৩৩) নামে এক যুবককে ভারত থেকে অবৈধপথে আসার সময় ৬৫ লাখ বাংলাদেশী টাকাসহ আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাত ৭ টার সময় বি‌জি‌বি সদস্যরা তা‌কে আটক ক‌রে। আটককৃত মোস্তাক আলী বেনাপোল পোর্ট থানার সাদিপুৃর গ্রামের তোরাব আলীর ছেলে।

৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক আশরাফ এর নেতৃত্বে একদল টহল পার্টি সাদিপুর সীমান্তের ভারতের ইছামতি নদী পার হয়ে আসলে তাকে আটক করে। তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তার ভিতর থাকা বাংলাদেশী ৬৫ লাখ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত টাকাসহ আটককৃত মোস্তাককে মুদ্রা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

৪৯ বিজিবি লে, কর্নেল আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।