চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু

চবি: ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭–১৮ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। এ ইউনিটে ৭৫২ আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছে ১৪ হাজার ৩ শত ৪ জন। ফলে আসন প্রতি লড়বে ১৯ জন ভর্তিচ্ছু। তবে পরীক্ষার্থী সংখ্যা কম থাকায় ইউনিটটির সকল কেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে ৪ ইউনিটে শুরু হওয়া এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করছে প্রশাসন। পরীক্ষা চলাকলীন ৭৫০ পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি কেন্দ্রগুলোতে থাকবে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়া জালিয়াতি ঠেকাতে থাকবে ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, সকাল সাড়ে ১০টায় পরীক্ষার ওএমআর শিট দেয়া হবে। তাই পরীক্ষার্থীদের এর আগেই হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা চলবে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল–ফোনসহ সকল ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ থাকবে।