
একুশে প্রতিবেদক : বেশ কয়েকদিনের অস্থিতিশীলতার পর চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির কাজ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যদিও রাস্তায় নিরাপত্তার অভাবে গত কয়েকদিন আমদানিকারকরা পণ্য নিতে আসেননি, বুধবার দুপুর থেকে পণ্য নেওয়ার পরিমাণ বেড়েছে বলে বন্দর ও কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৩৮টি পণ্যভর্তি কনটেইনার আমদানিকারকরা খালাস নিয়েছেন এবং ২ হাজার ৯৫৮টি রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলা হয়েছে।
আজ সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ২ হাজার ৩৪৯টি কনটেইনার খালাস হয়েছে এবং বন্দরের ইয়ার্ডে এখনো ৪২ হাজার ৬৩৮টি কনটেইনার খালাসের অপেক্ষায় রয়েছে।
আমদানিকারকরা জানিয়েছেন, রাস্তায় পণ্য চুরির আশঙ্কা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তারা পণ্য খালাস কমিয়ে দিয়েছিলেন। তবে আজ সকাল থেকে পরিস্থিতির উন্নতি হওয়ায় পণ্য খালাসের পরিমাণ বাড়ছে।
চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও রাস্তায় পণ্য চুরির আশঙ্কায় পণ্য খালাস কমে এসেছিল বলে জানান চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার নাজিউর রহমান। তবে বুধবার সকাল থেকে পণ্য খালাস বাড়ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আকতার হোসেনও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, ঢাকায় পণ্য চুরির ঘটনা ঘটায় আমদানিকারকরা পণ্য খালাস করতে আগ্রহী ছিলেন না।
