গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মন্দির-প্যাগোডা পাহারায় ছাত্রদল


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মন্দির ও প্যাগোডা পাহারা দিচ্ছে ছাত্রদল। চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিনের নির্দেশনায় ৭ আগস্ট সন্ধ্যা থেকে ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উপাসনালয় পাহারা দিচ্ছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মন্দির ও প্যাগোডা এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার সন্ধ্যা থেকে অপরিচিত ও বহিরাগত লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। বিশ্ববিদ্যালয়ের আশপাশের মন্দিরগুলোতেও ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বুধবার দিবাগত রাতে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিনের নেতৃত্ব ছাত্রদল নেতা হাবিব, রাসেল, মোস্তাফিজ, ফাহিম, সাজ্জাদ, আমান, জাবেদ, জোনায়েদ ও নাহিনকে বিশ্ববিদ্যালয় মন্দির ও প্যাগোডা এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকার মন্দির ও প্যাগোডার নিরাপত্তায় শতাধিক ছাত্রদল নেতাকর্মী রাখা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর দেশজুড়ে জনগণের জানমাল রক্ষায় ছাত্রদল ভূমিকা রাখছে।