আরিফুজ্জামান আরিফ, বেনাপোল : জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ রাজনৈতিক পাঠশালা, আমাদের রাজনীতি হচ্ছে অশুভ শক্তির সাথে শুভ শক্তির, অন্যায়ের সাথে ন্যায়ের, বেয়াদবের সাথে আদবের। দলীয় কর্মীদের ভালবেসে তাদের আদর্শ রাজনৈতিক কর্মী গড়ে তুলতে হবে। যারা আগামীদিন শার্শার রাজনীতির বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দিবেন তাদের হৃদয়বান হতে হবে। জনগণকে ভালবাসতে হবে। জনগণকে প্রাণভরে কথা বলতে দিতে হবে। যাদের চোখ আছে ভাল মন্দ পার্থক্য করতে পারে না তাদের বুঝাতে হবে শেখাতে হবে, তবেই বঙ্গবন্ধুর রাজনীতির আদর্শ আমরা পালন করতে পারব।
বেনাপোল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শার্শা উপজেলা ও বেনাপোল আওয়ামী লীগের নেতাকর্মীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথি যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন একথা বলেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টর সময় শার্শা বেনাপোলের দলীয় নেতা কর্মীদের মতবিনিময় অনুষ্ঠানে বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ মাস্টারের সভাপতিত্বে এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক কোরবান আলী, আওয়ামী লীগ নেতা সাবেক শার্শা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান তোতা, যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল, শার্শা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন আক্তার, লক্ষনপুর ইউনিয়ন চেয়ারম্যান শালাউদ্দিন শান্তি, পুটখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফার ও ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা।
