‘দলকে ক্ষমতায় নিতে প্রত্যেক নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে : এমপি আফিল উদ্দিন

আরিফুজ্জামান আরিফ, বেনাপোল : সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, ‘দলের নির্দেশনা মেনে প্রত্যেক নেতাকর্মী, সমর্থকদের কাঁধে কাঁধ মিলিয়ে দলকে ক্ষমতায় নিতে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন-২১ সামনে রেখে কাজ করে চলেছেন। যার ফলে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। শার্শার মাটি শেখ হাসিনার ঘাঁটি। এ ঘাটিকে অক্ষত রাখতে নিজের স্বার্থকে বলি দিয়ে দেশ ও দশের জন্য কাজ করতে হবে’

বৃহস্পতিবার দুপুরে শার্শা উপজেলা চত্বরের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, সরকার দেশের শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের মাঝে বই বিতরণসহ সকল শিক্ষাউপকরণ দিয়ে চলেছে। দেশকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ অব্যাহত রেখেছে। একই সাথে দুঃস্থ মহিলাদের স্ব-নির্ভর করতে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে চলেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, দলীয় নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে শিক্ষার্থী, দুঃস্থ মহিলা, শিক্ষা প্রতিষ্ঠান, খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, ল্যাপটপ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়।