চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবাসহ চালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. রিয়াজ (২৫) ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করার সময় একটি প্রাইভেট কারে ইয়াবা পাওয়া যায়। চার হাজার ইয়াবা রিয়াজ কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় মামলা হয়েছে।
