চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে চকবাজার থানা এলাকার চক সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. কায়সার প্রকাশ কাউসার (২২) কক্সবাজারের চকরিয়ার ইলিশিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চক সুপার মার্কেট এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে ধরে ফেলে গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তার হাতে থাকা ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা হয়েছে।
