
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় শেখ হাসিনার বিচার দাবিতে যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ বুধবার বিকেলে যুবদলের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন নেতাকর্মীরা। এই মিছিলটি গচ্ছাবিল ঘুরে মানিকছড়ি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন যে, দেশে সংঘটিত সমস্ত হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনের আওতায় আনা উচিত।
মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক আমির হোসেন, যুবদল আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কৃষক এবং মানিকছড়ি উপজেলা ছাত্রদল সভাপতি শাহিনুর রহমানসহ আরও অনেকে এতে বক্তব্য রাখেন।
বক্তারা দাবি করেন, বাংলাদেশে ঘটে যাওয়া সমস্ত হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী। বর্তমান সরকার যেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে।
