রাঙ্গুনিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : শেখ হাসিনার বিচারের দাবিতে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলা সদরের ইছাখালি এলাকায় এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী।

বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজম খাঁন, রাঙ্গুনিয়া পৌরসভার বিএনপির সভাপতি মো. মাহাবুব ছাফা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল সালাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা নবাব মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন তপন, মুজিবুল আলম, পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খোকন, আবদুল শুক্কুর, মো. আজগর, পৌর বিএনপির সদস্য হাবীবুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সেকান্দর, পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. মহসিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সাইফুদ্দিন তালুকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের খুন করে দেশে আবারও ক্ষমতায় থাকতে চেয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করতে হয় তাকে। শত শত ছাত্র জনতাকে খুন করার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে।