সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রসহ ৮ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৮ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে মুঠোফোনে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম।

জানা যায়, গেল ৪ আগস্ট জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার জেলা শহরের কলাবাগানের বাসভবনে ভাঙচুর, শাপলা চত্বরে হামলাসহ একাধিক অভিযোগে এ মামলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও আওয়ামী লীগের ৫১৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৩ শতাধিক অজ্ঞাত আসামি করা হয়েছে মামলায়।