চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে উদ্যাপন করা হয়।
নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক জাফর আহমদ, বায়েজিদ থানা যুবদল নেতা অরূপ বড়–য়া, পাঁচলাইশ যুবদল নেতা মোহাম্মদ আলী সাকী, মোশাররফ হোসাইন, এমদাদুল হক বাদশা, রাশেদুল হাসান লেবু, মো. নাসিম চৌধুরী, জসিম উদ্দিন সাগর, জাফর আহমদ খোকন, সেলিম উদ্দিন রাসেল, জিল্লুর রহমান জুয়েল, শফিউল্লাহ মামুন, ফজল কবির, আবদুর রহমান আলমগীর, মো. শাহাজাহান, আফতাব উদ্দিন, আহসানুজ্জামান, কমল জ্যোতি বড়–য়া, মো. ইব্রাহিম, এনামুল হক, মো. আলাউদ্দিন, ওবায়দুল হক, ইসমাইল হোসেন লেদু, মো. মনছুর, মো. সোলায়মান হোসেন মনা, মো. মোবারক হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে যুবদল নেতা সাহেদ বলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলনের দাবানল নামে খ্যাত জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নেতাকর্মীকে শপথ নিতে হবে স্বৈরাচার ও বাকশালী অপশক্তিকে প্রতিহত করতে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে যে কর্মসূচি ঘোষণা করা হবে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়ার।
অনুষ্ঠানে শনিবার (২৮ অক্টোবর) বিএনপি’র চেয়ারপার্সন, তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সড়ক পথে চট্টগ্রামে আগমন উপলক্ষে নগরীর সকল ওয়ার্ড, থানা যুবদলের নেতাকর্মীকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানানোর জন্য যথাসময়ে স্ব-স্ব এলাকায় রাস্তার দু’ধারে অবস্থান করার জন্য অনুরোধ জানান।
