কেরাভা, ফিনল্যান্ড : গতকাল রোববার (১৮ আগস্ট), ফিনল্যান্ডের কেরাভা শহরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পরিবেশে সম্পন্ন হলো ‘ফিন-বাংলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪’। উসিমা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ফাইনালে ‘সবুজ বাংলা’ দল ৩-২ গোলে ‘ডোমাস তাম্পেরে’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্যভাবে শেষ হওয়ায় খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ‘সবুজ বাংলা’ দলের দুর্দান্ত নৈপুণ্য ও দলগত প্রচেষ্টা তাদেরকে জয় এনে দেয়।
খেলা শেষে ফিনিশ সংসদের সদস্য এমিলি পেলতোনেন বিজয়ী দলকে ট্রফি প্রদান করেন। অনুষ্ঠানে কেরাভা শহরের চেয়ারম্যান, ফিন-বাংলা বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আইজেএনই’র সভাপতি, ভান্তা ও কেরাভা শহরের কাউন্সিলর সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টটি ফিনল্যান্ডের প্রায় সব বড় শহর থেকে আগত ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ফিন-বাংলা বায়োটেক লিমিটেড, পাম ও বাংলা বাজারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্ট শুধু একটি খেলায় পরিণত হয়নি, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক মিলনমেলা ও উৎসবের আয়োজনে পরিণত হয়। খেলার পাশাপাশি বাংলাদেশি খাবারের আয়োজনও ছিল, যা সকলের মন জয় করে নেয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে মাসুদুল হক পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।