চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের বগিভিত্তিক দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ছয় জন আহত হয়েছেন। শুক্রবার রাতে চবি রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মাঈন ভুইয়া রিজন, লুৎফর রহমান রায়হান, মেহেদী হাসান রিয়াদ এবং শাহাদত হোসেন মুন্নাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার রাতে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘ভি এক্স’ ও ‘এপিটাফ’ এর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ করেনি।
