ঢাকা : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার বাংলাদেশ ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তার সফরসঙ্গী ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত শেরেবাংলায় বিসিবি কার্যালয়, অ্যাকাডেমি মাঠ ও অনুশীলন কেন্দ্রসহ সব স্থাপনা ঘুরে দেখেন আসিফ মাহমুদ। তামিম ইকবাল গ্র্যান্ড স্ট্যান্ড থেকে তাকে পুরো মাঠের বিভিন্ন অংশ দেখান। এরপর তারা মাঠেও যান।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল উপদেষ্টার প্রথম বিসিবি সফর। বিসিবির অবকাঠামো পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ই ছিল সফরের উদ্দেশ্য।
দীর্ঘদিন পর শেরেবাংলায় দেখা গেল তামিমকেও। গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মাঠে খেলতে নামেননি তিনি।