জনপ্রশাসন মন্ত্রীর সহধর্মিনীর মৃত্যুতে মুক্তিযোদ্ধাসংসদের মিলাদ মাহফিল

চট্টগ্রাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের সহধর্মিণী শিলা ইসলামের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে শনিবার সন্ধ্যায় স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নগরীর দারুল ফজল মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডের ইউনিট কমান্ডার মো. মোজাফফর আহমদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, এফ এফ আকবর খান (যুদ্ধাহত), কোতোয়ালী থানা কমান্ডার সৌরিন্দ্র নাথ সেন, চান্দগাঁও থানা কমান্ডার কুতুব উদ্দিন চৌধুরী, পাঁচলাইশ থানা কমান্ডার আহমদ মিয়া, ডবলমুরিং থানা থানা কমান্ডার দোস্ত মোহাম্মদ, বন্দর থানা কমান্ডার কামরুল আলম জতু, পতেঙ্গা থানা কমান্ডার মো. এমরান গাজী, পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর আহমদ, খুলশী থানা কমান্ডার মো. ইউসুফ, বাকলিয়া থানা কমান্ডার আলী হোসেন, আকবর শাহ থানা কমান্ডার সেলিম উল্লাহ, সদরঘাট থানা কমান্ডার মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন চৌধুরী, আব্দুচ সবুর, মো. ফারুক, নুর আহমদ, সৈয়দ আহমদ, অঞ্জন কুমার সেন, এডভোকেট জহির হোসেন, আবু তাহের মোল্লা, নৌকমান্ডো রুহুল আমিন প্রমুখ।

স্মরণসভায় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম হাজী মো. ফজল আহমদ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মো. মোজাফফর আহমদ সরকারের জনপ্রশাসনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের সহধর্মিণী শিলা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।