চট্টগ্রাম: কমিউনিটি পুলিশের সদস্যদের নির্দিষ্ট পোশাক থাকা উচিত বলে মনে করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মো. আলী শাহ।
নির্দিষ্ট পোশাক পরা কমিউনিটি পুলিশের সদস্যদের দেখলে মানুষ চিনতে পারবে, এতে জনগণের সহযোগিতা বেশী পাওয়া যাবে বলে যুক্তি তুলে ধরেন উপজেলা চেয়ারম্যান।
শনিবার সকালে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে রাঙ্গুনিয়া থানা পুলিশ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন উপজেলা চেয়ারম্যান মো. আলী শাহ।
রাঙ্গুনিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি খলিলুর রহমান চৌধুরী ও সেক্রেটারী ইদ্রিস আজগর আলোচনা সভায় বক্তব্য রাখেন।
কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি প্রমুখ।
সভাপতির বক্তব্যে রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঁইয়া বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম রাঙ্গুনিয়ায় সফলভাবে বাস্তবায়ন করা যাবে, সেটার একটা প্রতিচ্ছবি আজকে আমি দেখতে পাচ্ছি।
কার্যকর সুফল পেতে কমিউনিটি পুলিশিংকে অধিকতর কার্যকর ও গ্রহণযোগ্য করার চেষ্টা করছেন জানিয়ে এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন ওসি ইমতিয়াজ।
এর আগে সকাল ১০টায় রাঙ্গুনিয়া থানার সামনে থেকে র্যালি বের হয়। সেটি রোয়াজার হাট প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ নেয়।

