চট্টগ্রাম: চট্টগ্রামের প্রথম এবং একমাত্র ফ্যাশন স্টুডিও ‘স্কিম ফ্যাশন স্টুুডিও’ যাত্রা শুরু করছিল চট্টগ্রামের ৪০ জন উদীয়মান ফ্যাশন ডিজাইনার পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের নিয়ে।
গত ২১ অক্টোবর মেলা কমিউনিটি সেন্টারে স্কীম ফ্যাশন স্টুডিও এর নতুন সদস্য ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন ছাত্রছাত্রীদের নিয়ে জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে স্কীম ফ্যাশন স্টুডিও।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহেদ বুলবুল অর্পন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন স্কীম ফ্যাশন স্টুডিও এর সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত অপু এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি হারুন অর রশিদ জিপন এবং বিশেষ বক্তা হিসেবে আরোও উপস্থিত ছিলেন ইসতিয়াক আহমেদ ও ফারহান নাঈম অনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কীম ফ্যাশন স্টুডিও এর সভাপতি মুহাম্মদ রেজভী আনোয়ার।
এছাড়াও অনুষ্ঠানে স্কীম ফ্যাশন স্টুডিও এর অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ওয়াহেদ বুলবুল অর্পণ ফ্যাশন ডিজাইনের ছাত্রছাত্রীদের এমন পরিকল্পনা ও উদ্যোগ প্রশংসা করেন। এবং আগামীতে চট্টগ্রামের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সার্বিক সহযোগীতা ও উৎসাহ থাকবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু আইন পরিষদের সভাপতি হারুন অর রশিদ জিপন বলেন, স্কীম ফ্যাশন স্টুডিও একদিন চট্টগ্রামের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে এবং সৃজনশীল ডিজাইনার হিসেবে স্কীমের ডিজাইনাররা বিশ্বে নিজেদেরকে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও নতুন সদস্যদের মধ্য থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফারিয়া,শান্তু, নোমান, রাশেদ, রাফসান প্রমুখ।
নবাগত সদস্যরা তাদের বক্তব্যে বলেন, স্কীম ফ্যাশন স্টুডিওর সদস্য হতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি।
আগামীতে স্কীমের সাথে থেকে তাদের শ্রম ও মেধা দিয়ে স্কীমকে সামনে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
