চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ

চট্টগ্রাম: নগরের বেসরকারি পলিটেকনিক ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) অধ্যয়নরত ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বেলা ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোড়ে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, সম্প্রতি নগরের ১ ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন করে দেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক; দুইজনই নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। ওই দুই কমিটিতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের ঠাঁই হয়নি বলে অভিযোগ উঠে।

এরপর নগরের ২ ও ২৩ নম্বর ওয়ার্ড এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) ছাত্রলীগের পাল্টা কমিটি গঠন করে দেন নগর ছাত্রলীগের সহ সভাপতি মো. শাকিল ও যুগ্ম সম্পাদক মঈনুর রহমান; এই দুইজন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

এনআইটিতে অধ্যয়নরত ৬১ জনকে নিয়ে গত বৃহস্পতিবার ছাত্রলীগের ওই কমিটি গঠনের পর দায়িত্বপ্রাপ্তরা শনিবার দুপুরে আ জ ম নাছির উদ্দীনকে শুভেচ্ছা জানাতে যাওয়ার জন্য ঠিক করেন। এরই অংশ হিসেবে বেলা ১২টার দিকে এনআইটি থেকে বের হন ছাত্রলীগ নেতাকর্মীরা। ১০ মিনিট পর মিছিল নিয়ে মুরাদপুর মোড়ে পৌঁছামাত্রই তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আ জ ম নাছির উদ্দীনের অনুসারী নগর ছাত্রলীগের নেতাদের গঠন করে দেয়া এনআইটি ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদ পেয়েছেন খালিদ হোসাইন অন্তর; তিনি বলেন, ‘ফ্লাইওভার থেকে ও রাস্তার আরেক পাশ থেকে পাথর মেরেছে আমাদের লক্ষ্য করে। এক রাউন্ড গুলিও করেছে। এতে সীমান্ত মুৎসুদ্দী, শাহ পরান, হৃদয়সহ অন্তত সাতজন আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির অনুসারী হিসেবে পরিচিত রবিন ও নোমান হামলার অগ্রভাগে ছিলেন বলে দাবি করেন খালিদ হোসাইন অন্তর।

তিনি বলেন, ‘আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে অাসছিল তারা। ম্যাসেঞ্জারেও হুমকি দেয়া হয়েছে।’