শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

‘স্কুলে আসেন মাঝেমধ্যে’—বাঁশখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ

প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০২৪ | ৫:৫৩ অপরাহ্ন


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালীর খানখানাবাদ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে আজ রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। অনিয়ম, দুর্নীতি ও স্কুলে অনুপস্থিতির অভিযোগে তারা এই দাবি জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিয়েছেন। তারা অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক ইউনুস ২০ বছর ধরে দায়িত্বে থাকলেও স্কুলে আসেন মাঝেমধ্যে, তাও দুপুর ১২টার পর। কখনো কোনো ক্লাস নেন না, শুধু অফিস রুমে বসে আড্ডা দিয়ে চলে যান।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেছেন, ২০০৫ সাল থেকে এই স্কুলে মাত্র ২-৩টি বিষয়ে ক্লাস হয়। ফলে অনেক শিক্ষার্থী ভর্তি হতে চান না, যারা ভর্তি হয়েছেন তারাও অন্য স্কুলে চলে যাচ্ছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা ইস্যু করে তিনি এলাকায় দাঙ্গা-হাঙ্গামা লাগিয়ে রাখেন। এছাড়া স্কুলের পুকুর ও ভর্তি বাণিজ্যের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে।

বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের অপসারণ ও বিচার দাবি করেছেন। তারা দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগের মাধ্যমে স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।